• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

হবিগঞ্জে দুর্নীতির অভিযোগে দুই চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • ''
  • প্রকাশিত ০৫ মে ২০২৪

ফয়সল চৌধুরী হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১ কোটি ১০ লাখ টাকার কাবিখা প্রকল্পে অর্থ আত্মসাতের ঘটনায় এবার প্রকল্প কর্মকর্তা ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়ার বিরুদ্ধে মামলা হয়নি। আজ রোববার (৫ মে) মো. ইকবাল মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।

মামলায় লাখাই উপজেলার সাবেক প্রকল্প কর্মকর্তা মো. আলী নূর, করাব ইউপির চেয়ারম্যান মো. আ. কদ্দুছ ও বুল্লা ইউপির চেয়ারম্যান খোকন চন্দ্র গোপকে আসামি করা হয়।

এর আগে লাখাই উপজেলার এই কাবিখা প্রকল্পে অনিয়ম ও ফাইল গায়েব নিয়ে দেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যমে প্রতিবেদন হয়।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী মো. ইকবাল মিয়া বলেন- “লাখাই উপজেলায় কাবিখা প্রকল্পের দুর্নীতি নিয়ে কয়েকটি টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপক সমালোচনা হয়। এর ভিত্তিতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি আদালতে মামলা দায়ের করেছি।”

মামলার অভিযোগে বলা হয়- ক্ষমতার অপব্যবহার করে লাখাই উপজেলার সাবেক প্রকল্প কর্মকর্তা আলী নূর, ইউপি চেয়ারম্যান মো. আ. কদ্দুছ ও খোকন চন্দ্র গোপ দুর্নীতির মাধ্যমে সরকারের বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাৎ করেছেন।

২০২২-২০২৩ অর্থবছরে লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় করাব ইউনিয়নে দুই রাস্তা ও করাব ইউনিয়নের দুই রাস্তা নির্মাণের ২৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ প্রকল্প ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর যোগসাজশে বরাদ্দকৃত চাল বিক্রির ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads